বর্তমানে অনেকেই বিদেশ থেকে পণ্য আমদানি করে বাংলাদেশে ব্যবসা করতে চান। বিদেশ থেকে পণ্য আনার নিয়ম নিয়ে সবাই অনলাইনে
খোজা খুজি করে থাকেন। আজাকের পোস্টে আমি আপনাদের সাথে আলোচনা করবো বিদেশ থেকে পণ্য আনার নিয়ম। কয়েকটি ধাপে আপনি বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারেন।
সাপ্লায়ারের সাথে যোগাযোগ
প্রথমে আপনাকে সাপ্লায়ারের সাথে যোগাযোগ করতে হবে । এজন্য আপনি বিভিন্ন বি টু বি ওয়েবসাইট বেচে নিতে পারেন। যেমন চায়না আলিবাবা তে প্রচুর পরিমাণে সাপ্লায়ার আছে। আপনি চাইলে অনলাইনে তাদের সাথে কথা বলতে পারেন। অথবা আপনি চাইলে অফলাইনে সাপ্লায়ারের সাথে যোগাযোগ করতে পারেন।
স্যাম্পল দেখা
সাপ্লায়ারের সাথে যোগাযোগ করার পর আপনার কাজ হলো আপনি যে পণ্য আমদানি করতে চান তার স্যাম্পল দেখে কনফার্ম হওয়া যে আপনার চাহিদা কৃত পণ্য সঠিক আছে। যদি সেটা সঠিক হয় তবে আপনি ফাইনাল অর্ডার শুরু করতে পারেন।
বাংলাদেশে আপনি এল সি করে পণ্য আমদানি করতে পারেন অথবা সরসরি কুরিয়ার করে বিমান যোগে পণ্য আমদানি করতে পারেন। আপনি যদি এলসি করে পণ্য আমদানি করতে চান তবে আপনার আমদানি লাইসেন্স করতে হবে। আমদানি লাইসেন্স করতে আপনার ৫০-৬০ হাজার টাকা খরচ হবে। তবে আপনি চাইলে ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে আমদানি করতে পারেন। এটা একদম সিম্পল। আপনি সাপ্লায়রের সাথে কথা বলে সব কিছু ঠিক করবেন আর সাপ্লায়ার কে বলবেন শিপারের ওয়ার হাউজে পাঠিয়ে দিতে । সিপার কেজি হিসাবে আপনাকে একটা রেট দিয়ে দিবে। যেমন বিমানে আমদানি করলে ৫৫০+ টাকা আর শিপে আমদানি করলে ১৫০+ টাকা প্রতি কেজি খরছ হবে।